পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে টাইগারদের লক্ষ্য এখন আরেক ধাপ এগিয়ে যাওয়া—হোয়াইটওয়াশ। সেই লক্ষ্যেই আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ম্যাচ শুরুর আগে টস ভাগ্যে হাসি হাসেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে প্রথমে ব্যাট করবে পাকিস্তান।
সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুণ আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় স্বাগতিকরা, দ্বিতীয় ম্যাচে ৮ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয়। তাতে ২-০ তে এগিয়ে থেকে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
তবে আজকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার জন্য নয়। এটি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক হোয়াইটওয়াশের সম্ভাবনা, যা এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে কখনও হয়নি। তাই এই ম্যাচে জয় পেতে সর্বোচ্চ ঝাঁপিয়ে পড়বে টাইগাররা, এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।
আজকের ম্যাচে বড় পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। বিশ্রাম দেওয়া হয়েছে গত ম্যাচে খেলা পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন নাঈম শেখ, তানজিদ তামিম, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদী মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।