ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল পাকিস্তান

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল পাকিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। এবার টাইগারদের সামনে হোয়াইটওয়াশের হাতছানি। সেই লক্ষ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে নামে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে পাকিস্তান। ফলে সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে হলে বাংলাদেশকে করতে হবে ১৭৯ রান।

পাকিস্তানের হয়ে ইনিংস শুরু করেন শাহিবজাদা ও সাইম আইয়ুব। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৫০ রান। নাসুম আহমেদের বলে ২১ রান করে আউট হন সাইম। এরপর শাহিবজাদা তুলে নেন ফিফটি, তবে তাকেও থামিয়ে দেন নাসুম। ৪১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে মারেন ৫টি ছয় ও ৬টি চার।

মিডল অর্ডারে মোহাম্মদ হারিস ৫, হাসান নাওয়াজ ৩৩, সালমান আগা ১২ ও মোহাম্মদ নাওয়াজ ৩০ রান করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩টি, নাসুম আহমেদ ২টি এবং শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট শিকার করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রানে ব্যাট করছে বাংলাদেশ।

পাকিস্তান,‘বড়’ লক্ষ্য,হোয়াইটওয়াশ,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত