ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আতিথেয়তার জন্য বিসিবিকে ধন্যবাদ জানালেন নাকভি

আতিথেয়তার জন্য বিসিবিকে ধন্যবাদ জানালেন নাকভি

ঢাকায় অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এই সম্মেলনে অংশ নেয় এসিসিভুক্ত ২৮টি দেশের প্রতিনিধি দল। যদিও ভারত ও শ্রীলঙ্কা সরাসরি উপস্থিত না থেকে ভার্চুয়ালি যোগ দেয়, তবে পুরো আয়োজন ঘিরে ছিল আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনের উষ্ণ উপস্থিতি ও সম্মিলিত আলোচনা।

সভা শেষে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এসিসি সভাপতি মোহসিন নাকভি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের মিটিং খুব ভালো হয়েছে। এসিসির ২৮টি দেশই অংশ নিয়েছে। আমি সকল সদস্যকে ধন্যবাদ জানাতে চাই, যারা এখানে উপস্থিত ছিলেন বা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।’

তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান বিসিবিকে এবং বোর্ডের পরিচালক আমিনুল ইসলামকে। বলেন, ‘আমি বিসিবিকে এবং আমিনুল ভাইকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই আতিথেয়তার জন্য। তারা যেভাবে আমাদের দেখভাল করেছেন, সেটি সত্যিই প্রশংসনীয়। আজকের দিনটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সব আয়োজনই ছিল দুর্দান্ত।’

ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়ে নাকভি বলেন, ‘আমরা সবাই ক্রিকেটের জন্য কাজ করতে চাই। খেলায় রাজনীতি অনুচিত। এখানে দারুণ পরিবেশে সফল একটি মিটিং হয়েছে। আশা করি ভবিষ্যতেও আমরা এমন মিটিং করতে পারব।’

ভারত ও শ্রীলঙ্কার সরাসরি অংশগ্রহণ না করা নিয়ে কোনো নেতিবাচক বার্তা না দিয়ে, তিনি বলেন, ‘কিছু দেশ ঢাকায় আসতে পারেনি—এটা স্বাভাবিক। আমি নিজেও সিঙ্গাপুরের এক মিটিংয়ে যেতে পারিনি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এসিসির ২৫টি সদস্য দেশ সরাসরি অংশ নিয়েছে। এটি খুবই ইতিবাচক বিষয়।’

সভায় বিসিবির পক্ষ থেকে যেভাবে সবকিছু সাজানো হয়, তা এসিসি কর্মকর্তাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। আতিথেয়তার মান, পেশাদারিত্ব এবং আয়োজনের সূক্ষ্মতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অতিথিরা। সভাপতির বক্তব্যে সেই প্রশংসারই প্রতিফলন দেখা গেছে।

ঢাকায় অনুষ্ঠিত এই সভাকে অনেকেই এশিয়ান ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন। বিসিবি আবারও প্রমাণ করলো যে বাংলাদেশ শুধু খেলোয়াড় উৎপাদনেই নয়, আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসন ও আয়োজনেও দক্ষ এবং নির্ভরযোগ্য এক প্রতিষ্ঠান।

নাকভি,বিসিবি,আতিথেয়তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত