ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে চান না ক্রীড়া উপদেষ্টা, জানালেন কারণ

খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে চান না ক্রীড়া উপদেষ্টা, জানালেন কারণ

পাকিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথা না বলার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, মন্ত্রী এসে বলছে, এই খেলোয়াড় খেলবে না—এই ধরনের বিষয় একটা প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজ বন্ধ করে দেয়। আমি যদি খেলোয়াড়দের সঙ্গে কথা বলি, তাহলে স্বার্থের সংঘাত তৈরি হতেই পারে। এমনও হতে পারে, কেউ এমন কিছু চাইতে পারে, যা নিয়মের মধ্যে পড়ে না। আমার মনে হয়, পেশাদারিত্বের সঙ্গেই বিষয়গুলো পরিচালিত হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘দলের সঙ্গে যারা সরাসরি যুক্ত, তারাই দল নিয়ে কাজ করবে। আমাদের কাজ হলো প্রশাসন ও নীতিমালার উন্নয়ন। আমরা সেটাতেই মনোযোগ দিতে চাই। প্রত্যেকে যদি নিজের দায়িত্বটুকু পালন করে, তাহলে ভবিষ্যতে ফল আরও ভালো হবে।’

আসিফ মাহমুদ সজীব জানান, রাতারাতি বড় কোনো পরিবর্তন সম্ভব নয়। তার ভাষায়, ‘আমরা এখন লং টার্ম পরিকল্পনায় কাজ করছি। বিকেন্দ্রীকরণের মাধ্যমে সঠিক ট্রেনিং সেট-আপ তৈরি করতে চাই, নীতিগত দিকেও উন্নয়ন আনতে চাই। এর ফল হয়তো এখনই দেখা যাবে না, কিন্তু আগামী পাঁচ বছর পর এর সুফল পাওয়া যাবে। এতে বাংলাদেশের ক্রিকেট আরও ভালো অবস্থানে পৌঁছাবে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে এক বৈঠক প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ার করতে চাই। যেসব জায়গায় বাংলাদেশ ভালো, সেখানে পাকিস্তান উপকৃত হতে পারে। আবার পাকিস্তানের যেসব দিক শক্তিশালী, সেগুলো থেকে আমরাও শিখতে চাই।’

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সভা নিয়েও তিনি কথা বলেন। বলেন, ‘এসিসির সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। পিসিবির সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বাধা ছিল, কিন্তু সবাই মিলে এগিয়ে এসেছি। আশা করছি, ক্রিকেটের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক আরও দৃঢ় হবে।’

ক্রীড়া উপদেষ্টা,খেলোয়াড়,কথা বলতে চান না
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত