ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

এশিয়া কাপের সূচি প্রকাশ, অনুষ্ঠিত হবে আরব আমিরাতে

এশিয়া কাপের সূচি প্রকাশ, অনুষ্ঠিত হবে আরব আমিরাতে

২০২৫ সালের এশিয়া কাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। শনিবার এ ঘোষণা দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।

এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে তিনি বলেন, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টটি হবে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে।"

নাকভি আরও জানান, শিগগিরই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। এশিয়া কাপের এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যেটি ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

এই ঘোষণা আসে ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এর ঠিক ৪৮ ঘণ্টা পর। সেই সভায় এসিসির ২৫টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন। প্রথমে সভা বয়কটের হুমকি দিলেও, পরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভার্চুয়ালি সভায় যোগ দেয়। বোর্ডের পক্ষে অংশ নেন সহ-সভাপতি রাজীব শুক্লা। সভায় সভাপতিত্ব করেন মোহসিন নাকভি।

তিনি জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্রিকেটের উন্নয়নের স্বার্থে সবাই মিলে কাজ করব।” এশিয়া কাপের এবারের আসরে অংশ নেবে ৮টি দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। টুর্নামেন্টে থাকবে গ্রুপ পর্ব, এরপর সুপার ফোর, এবং সেরা দুই দলের মধ্যে হবে ফাইনাল।

যদিও একদিন আগেই ভারতীয় মিডিয়ার কল্যাণে ক্রিকেটপ্রেমীরা জেনে গিয়েছিল, আগামী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে একই গ্রুপে পড়তে যাচ্ছে ভারত এবং পাকিস্তান। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি তখনও।

আবা/এসআর/২৫

এশিয়া কাপের সূচি প্রকাশ, অনুষ্ঠিত হবে আরব আমিরাতে,এশিয়া কাপ,সূচি,আরব আমিরাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত