ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি

ছাত্রশিবির আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছাত্রশিবির আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত “জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় পাঁচখোলা, মাদানী অ্যাভিনিউ, ১০০ ফিট রোড Hangout টার্ফ ফুটবল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম জায়েদ।

টুর্নামেন্ট পরিচালক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এবং প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম।

“জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এ নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইআইউবি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এএইউএসটি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (ব্র্যাকইউ), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডাব্লিউইউবি), মেট্রোপলিটন ইউনিভার্সিটি (এমআইইউ) সহ ২৬ টি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মোট ৩২টি দল রেজিট্রেশনে অংশগ্রহণ করেন।

২৬টি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে থেকে মোট ৩২টি দল রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করেন। নকআউট পদ্ধতিতে পরিচালিত “শহীদ শাকিল পারভেজ একাদশ” বনাম “মানারাত ইউনিভার্সিটি একাদশ”-এর প্রথম হাফ শুরুর মাধ্যমে টুর্নামেন্টের প্রীতি ম্যাচ শুরু হয়।

বিজয়ী দলের মধ্যে “টিম বিইউবিটি একাদশ” বনাম “নর্দান ইউনিভার্সিটি একাদশ” কে রানার্স-আপ ও চ্যাম্পিয়ন হিসেবে নগদ অর্থ প্রদান যথাক্রমে ১০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা সহ মেডেল ও পুরস্কার বিতরণের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান। তিনি বলেন, “জুলাই বিপ্লবে যখন বিশ্ববিদ্যালয়ের হল গুলো বন্ধ করে দেওয়া হয়, তখন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শেষ পর্যন্ত এই বিপ্লব চালিয়ে নিয়ে যায়।”

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অবদান অপরিসীম। আগামীতে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই দেশের সকল পর্যায়ে নেতৃত্ব দিবে, ইনশাআল্লাহ।”

টুর্নামেন্ট পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি মো: জাহিদুল ইসলাম। তিনি বলেন, “জাতির মননশীল বিকাশের অন্যতম মাধ্যম হলো শরীরচর্চা ও খেলাধুলা। আজকের জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মাধ্যমে আমরা জাতির কাছে জুলাইকে চিরস্মরণীয় করে রাখতে চাই।”

এছাড়া ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম বলেন, “প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ও জুলাইকে সাথে নিয়ে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রশিবির আগামী দিনের কার্যক্রম পরিচালনা করতে চাই।”

শহীদ পরিবারের সদস্য, আহত এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজনে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ছাত্রশিবির,আন্তঃবিশ্ববিদ্যালয়,ফুটবল টুর্নামেন্ট,পুরস্কার বিতরণী,টিম বিইউবিটি একাদশ,নর্দান ইউনিভার্সিটি একাদশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত