অনলাইন সংস্করণ
১৩:১৯, ২৮ জুলাই, ২০২৫
এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী আগস্টে ঢাকায় এসে তিন সপ্তাহ জাতীয় দলের সঙ্গে কাজ করবেন এই ইংলিশ কোচ। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য প্রস্তুতি নেবে টাইগাররা তার তত্ত্বাবধানে। বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিকবাজকে নিশ্চিত করেছেন, জুলিয়ান উড ৬ আগস্ট মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পের আগেই ঢাকায় পৌঁছাবেন। উড এর আগে বিপিএলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে কাজ করেছেন। তিনি বলেন, ‘আমি ফিল সিমন্সের সঙ্গে কথা বলেছি। আগস্টে তিন সপ্তাহের জন্য যাচ্ছি। এখনও পুরোপুরি নিশ্চিত না, তবে সম্ভাবনা বেশি। এশিয়া কাপের আগে ঢাকায় যাচ্ছি। এরপর থাকবো কি না, সেটা বিসিবির ওপর নির্ভর করছে।’ পাওয়ার হিটিংয়ের বিষয়ে উড বলেন, ‘বাংলাদেশে অনেক প্রতিভা আছে। সাদা বলের ক্রিকেটে শক্তিশালী শট খেলা এখন ব্যাটিংয়ের বড় অংশ। আমার কাজ হবে তাদের শক্তি কীভাবে কার্যকরভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়ে তথ্য দেওয়া।’ তিনি আরও যোগ করেন, ‘এই তিন সপ্তাহ নিয়ে আমি খুব উৎসাহী। আগেও বাংলাদেশে কাজ করেছি, এবার এটি বাস্তবায়ন হচ্ছে বলে আমি খুশি।’ এছাড়া, বিসিবি মানসিক শক্তি বাড়াতে একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগের পরিকল্পনা করছে। এই পদে ডেভিড স্কট বিবেচনায় আছেন, যিনি আগে হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন। ভাষার সমস্যা এড়াতে এবং স্থানীয়দের শেখার সুযোগ দিতে একজন স্থানীয় সাইকোলজিস্টও নিয়োগের পরিকল্পনা আছে।
হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ : হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট এক্স-এ এশিয়া কাপের আসন্ন আসরের সূচি জানান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি। এরপর রাতে আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করে এসিসি। আট দল নিয়ে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে শেষ হবে ২৮ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং। ৯ সেপ্টেম্বর হংকং-আরব আমিরাতের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ড সুপার ফোরে খেলার টিকিট পাবে। সুপার ফোরের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।