অনলাইন সংস্করণ
১৩:২২, ২৮ জুলাই, ২০২৫
বাংলাদেশ জাতীয় দলের ঘরের মাঠে ধারাবাহিক সাফল্য। বিপরীতে বড় টুর্নামেন্টে বারবার ব্যর্থতার চিত্র পুরোনো হলেও বাস্তবতা থেকে চোখ সরাতে চান না বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু। মিরপুরে গতকাল ম্যাচ রেফারিদের একটি ওয়ার্কশপ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি খোলামেলা বক্তব্য রাখেন বিশ্বকাপ প্রস্তুতি, উইকেট, দল নির্বাচন ও খেলোয়াড় ব্যবস্থাপনা নিয়ে। নান্নু স্পষ্ট করে বলেছেন, সহজ উইকেটে খেলে জয় পেলেও তা বাস্তব আত্মবিশ্বাস তৈরি করে না। বরং সত্যিকারের পরীক্ষা দিতে হবে ভালো উইকেটে, ‘বিশ্বকাপের আগে ট্রু উইকেটে, স্পোর্টিং উইকেটে খেলে নিজেদের তৈরি করে যাওয়াটা উচিত হবে।’ তিনি মনে করেন, টিম ম্যানেজমেন্টকে উইকেট ও কন্ডিশনের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা সাজাতে হবে। স্রেফ ঘরের মাঠে জয় নয়, ভবিষ্যতের লক্ষ্যে তা হতে হবে প্রস্তুতির একটা অংশ।
পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন নান্নু। সিরিজ জয়ের পর হোয়াইটওয়াশের সুযোগ থাকা অবস্থায় অতিরিক্ত রদবদলকে তিনি একটু বেশিই মনে করেছেন, ‘পরীক্ষা-নিরীক্ষা না চালিয়ে পাকিস্তানের সঙ্গে সুযোগ ছিল ভালোভাবে সিরিজ শেষ করার।’ তার মতে, এখন সময় পরীক্ষা নয়, বরং একটি নির্দিষ্ট পুলের খেলোয়াড়দের নিয়েই এগিয়ে যাওয়ার, ‘পুরো ২০ জনের একটা পুল করে এগোনো উচিত।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নান্নু গুরুত্ব দিচ্ছেন ঘরোয়া টি-টোয়েন্টি পারফরম্যান্সের ওপর। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টি লিগকে তিনি দেখছেন সম্ভাব্য খেলোয়াড়দের যাচাইয়ের বড় সুযোগ হিসেবে, ‘এখানে ভালো পারফর্মার বের করে তাদের নিয়ে এগোতে হবে।’ ভারতের বিপক্ষে সিরিজ পিছিয়ে যাওয়ার ফলে আগস্ট মাসটা খালি থাকছে। এ সময়টিতে কী করা উচিত-সে প্রসঙ্গে নান্নু একটু আলাদা মত দিয়েছেন, ‘জোর করে চাপিয়ে দেওয়া, খেলানোর পক্ষে নই।’ তার মতে, অন্তত দুই সপ্তাহ রিফ্রেশ হওয়ার সুযোগ পেলে সেটাই হতে পারে এশিয়া কাপের জন্য ইতিবাচক দিক।