অনলাইন সংস্করণ
১২:৪৯, ২৯ জুলাই, ২০২৫
ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার পর স্বাগতিক জিম্বাবুয়ে যুবদলকেও উড়িয়ে দিয়েছে লাল সবুজের যুবারা। দক্ষিণ আফ্রিকাকে ১২৮ রানে গুটিয়ে দিয়েও হারাতে ঘাম ঝরেছিল (১ উইকেটে জয়)। তবে জিম্বাবুয়েকে হেসেখেলেই হারালো যুবারা। গতকাল সোমবার হারারেতে জিম্বাবুয়েকে ৯১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে, আজিজুল হাকিম তামিমের দল। ৪ পয়েন্ট নিয়ে এখন বাংলাদেশ তালিকার শীর্ষে। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৭৪ রান তোলে বাংলাদেশের যুবারা। জবাবে ১৮৩ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস। তবে ২৭৫ রানের লক্ষ্য তাড়ায় অনেকটা সময় বাংলাদেশকে ভয়ে রেখেছিল জিম্বাবুয়ে। নাথানিয়েল হ্লাবানগানার ফিফটিতে ভর করে একপর্যায়ে ২ উইকেটেই ১০২ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। ৫৩ রান করা হ্লাবানগানাকে বোল্ড করেন স্বাধীন ইসলাম। এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক উইকেট তুলে নিতে থাকে। ১৭০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। সেখান থেকে আর পেরে উঠেনি। ৪২.২ ওভারে অলআউট হয় ১৮৩ রানে। বাঁহাতি স্পিনার সামিউন বশির মাত্র ১৪ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। দুটি করে উইকেট আল ফাহাদ আর আজিজুল হাকিমের।
এর আগে ওপেনার জাওয়াদ আবরার আর মোহাম্মদ আবদুল্লাহর জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ঝোড়ো ইনিংস খেলেছেন জাওয়াদ।