ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এশিয়ান কাপে চোখ রেখে লাওসে উড়াল দিলেন আফঈদারা

এশিয়ান কাপে চোখ রেখে লাওসে উড়াল দিলেন আফঈদারা

আগামী ৬ আগস্ট থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব। সেই লক্ষ্যে শনিবার (২ আগস্ট) দুপুরে লাওসের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ক্যাপ্টেন আফঈদা খন্দকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টে।

জুলাইয়ের শুরুতে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ নারী দল। এক মাসের মাথায় আরেকটি গুরুত্বপূর্ণ বাছাইপর্বের মিশনে নেমেছে সাফজয়ী দল। লাওসে অনুষ্ঠিতব্য এই বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, লাওস ও তিমুর লেস্তে।

৬ আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা। এরপর ৮ আগস্ট মুখোমুখি হবে তিমুর লেস্তের, আর ১০ আগস্ট প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বে শীর্ষে থাকা আট দল সরাসরি যাবে মূল পর্বে। তবে দ্বিতীয় স্থানে থাকা সেরা তিন দলও পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ।

গ্রুপে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকায় শীর্ষস্থান দখল কঠিনই বলা চলে। তবে সম্ভাবনা রয়েছে রানার্সআপ হিসেবে মূল পর্বে যাওয়ার। সেই লক্ষ্যেই বেশি পয়েন্ট ও গোল ব্যবধানের দিকে জোর দিচ্ছে কোচ পিটার বাটলারের দল।

তবে দলের লাওস যাত্রার সময় একটি ব্যতিক্রম চোখে পড়ে। বিমানবন্দরে টিম ফটোসেশনে দেখা যায়নি প্রধান কোচ পিটার বাটলারকে। কারণ, তিনি অফিসিয়াল কিটের বদলে সাধারণ পোশাক পরেছিলেন, যা সাধারণত কনটিনজেন্ট নিয়মে বেমানান। অনেকেই একে পেশাদারিত্বহীনতা হিসেবে দেখলেও বাফুফে বিষয়টি আমলে নেয়নি বলে জানা গেছে।

বাছাইপর্ব সামনে রেখে বাংলাদেশ স্কোয়াড সাজানো হয়েছে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে। গোলরক্ষক হিসেবে আছেন স্বর্ণা রানী, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার। রক্ষণভাগ সামলাবেন অধিনায়ক আফঈদা, জয়নব বিবিসহ আরও কয়েকজন। মিডফিল্ডে আছেন ঐশী, স্বপ্না, রুপা, শান্তিসহ একঝাঁক ফুটবলার। আক্রমণভাগে থাকছেন পূজা, সাগরিকা, তৃষ্ণা ও নবীরণ।

স্বাগতিক লাওসের বিপক্ষে প্রথম ম্যাচটিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। কারণ, এই ম্যাচের ফলই অনেকটা নির্ধারণ করবে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা হবে নাকি থাইল্যান্ডে খেলার স্বপ্ন আরও একধাপ এগিয়ে যাবে।

আফঈদা,লাওসে উড়াল,এশিয়ান কাপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত