অনলাইন সংস্করণ
১৮:৪০, ০৪ আগস্ট, ২০২৫
পঞ্চম দিনের শুরুতেই উত্তেজনা, তবে শেষটা হয়েছিল আরও নাটকীয়তায়। ৩৫ রান দরকার ছিল ইংল্যান্ডের, ৪ উইকেট চাওয়া ছিল ভারতের—এর মাঝেই এক অবিশ্বাস্য লড়াই উপহার দিয়েছে দুই দল। ভাঙা কাঁধ নিয়ে ব্যাট করতে নামা ক্রিস ওকস শেষ পর্যন্ত ইংল্যান্ডকে জয় এনে দিতে পারেননি, মাত্র ৬ রানে ম্যাচ হেরে গেছে স্বাগতিকরা।
এর ফলে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ২–২ সমতায় শেষ করেছে ভারত ও ইংল্যান্ড।
দলের শেষ ভরসা ছিলেন গাস আটকিনসন, যিনি একপ্রান্ত আগলে রেখে ওকসকে স্ট্রাইক না দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ছক্কা হাঁকিয়ে ম্যাচের ব্যবধান ৭ রানে নামিয়েও ফেলেছিলেন। কিন্তু মোহাম্মদ সিরাজের অফ-স্টাম্পের বল বোল্ড করে তার সেই আশাও শেষ করে দেন।
এর আগে, ইংল্যান্ড ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে। আগের দিন অপরাজিত থাকা জেমি স্মিথ আজ দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ধরা পড়েন। এরপর ওভারটন ও আটকিনসন একটু স্থিরতা এনে দিলেও সিরাজই আবার ফেরান ওভারটনকে। এরপরই আসে ম্যাচের শেষ নাটকীয়তা।
সিরিজজুড়ে দুর্দান্ত বল করা মোহাম্মদ সিরাজ ম্যাচে ভারতের নায়ক। শেষ দিনে মাত্র ৬ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে জয় নিশ্চিত করেন তিনি।
ভারতের ইনিংসগুলো ছিল যথাক্রমে ২২৪ ও ৩৯৬ রান। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৪৭, আর দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩৬৭ রানে।