ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অবিশ্বাস্য জয়! ইংল্যান্ডের সাথে সিরিজ ড্র করলো ভারত

অবিশ্বাস্য জয়! ইংল্যান্ডের সাথে সিরিজ ড্র করলো ভারত

পঞ্চম দিনের শুরুতেই উত্তেজনা, তবে শেষটা হয়েছিল আরও নাটকীয়তায়। ৩৫ রান দরকার ছিল ইংল্যান্ডের, ৪ উইকেট চাওয়া ছিল ভারতের—এর মাঝেই এক অবিশ্বাস্য লড়াই উপহার দিয়েছে দুই দল। ভাঙা কাঁধ নিয়ে ব্যাট করতে নামা ক্রিস ওকস শেষ পর্যন্ত ইংল্যান্ডকে জয় এনে দিতে পারেননি, মাত্র ৬ রানে ম্যাচ হেরে গেছে স্বাগতিকরা।

এর ফলে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ২–২ সমতায় শেষ করেছে ভারত ও ইংল্যান্ড।

দলের শেষ ভরসা ছিলেন গাস আটকিনসন, যিনি একপ্রান্ত আগলে রেখে ওকসকে স্ট্রাইক না দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ছক্কা হাঁকিয়ে ম্যাচের ব্যবধান ৭ রানে নামিয়েও ফেলেছিলেন। কিন্তু মোহাম্মদ সিরাজের অফ-স্টাম্পের বল বোল্ড করে তার সেই আশাও শেষ করে দেন।

এর আগে, ইংল্যান্ড ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে। আগের দিন অপরাজিত থাকা জেমি স্মিথ আজ দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ধরা পড়েন। এরপর ওভারটন ও আটকিনসন একটু স্থিরতা এনে দিলেও সিরাজই আবার ফেরান ওভারটনকে। এরপরই আসে ম্যাচের শেষ নাটকীয়তা।

সিরিজজুড়ে দুর্দান্ত বল করা মোহাম্মদ সিরাজ ম্যাচে ভারতের নায়ক। শেষ দিনে মাত্র ৬ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে জয় নিশ্চিত করেন তিনি।

ভারতের ইনিংসগুলো ছিল যথাক্রমে ২২৪ ও ৩৯৬ রান। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৪৭, আর দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩৬৭ রানে।

ভারত,সিরিজ ড্র,ইংল্যান্ড,অবিশ্বাস্য জয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত