ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন লুকে নেইমারের জোড়া গোল, জয়ে ফিরলো সান্তোস

নতুন লুকে নেইমারের জোড়া গোল, জয়ে ফিরলো সান্তোস

নতুন হেয়ারস্টাইল, নতুন উদ্যম—আর পায়ের পুরনো সেই জাদুতে নেইমার আবারও দেখালেন নিজেকে। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে জোড়া গোল করে আলোচনায় ফিরলেন মহাতারকা নেইমার ডি সিলভা জুনিয়র।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে লিগ ম্যাচে সান্তোস ৩-১ ব্যবধানে হারিয়েছে জুভেন্টুডকে। ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। তিন মিনিট পরেই আলভারো ব্যারিয়াল ব্যবধান দ্বিগুণ করেন। তবে বিরতির আগে একটি গোল শোধ দেয় জুভেন্টুড।

দ্বিতীয়ার্ধে দুই দলই চেষ্টা চালালেও ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে সান্তোস।

এ জয় দিয়ে লিগে টানা তিন ম্যাচ জয়বিহীন থাকার হতাশা ঘুচিয়েছে সান্তোস। শেষ তিন ম্যাচে দুটি হার ও একটি ড্রয়ের পর অবশেষে জয় পেল দলটি। ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ১৫তম স্থানে রয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।

সান্তোসে ফিরে নেইমারের পুনরুত্থান দেখছে তার ভক্তরা। খেলার পাশাপাশি চুলের ডিজাইনেও বরাবরের মতো নজর কেড়েছেন তিনি। নতুন লুকে নেইমার যেন ফিরেছেন পুরনো ছন্দে।

সান্তোস,জোড়া গোল,নেইমার,নতুন লুক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত