অনলাইন সংস্করণ
১৭:৩৭, ০৬ আগস্ট, ২০২৫
ভারতীয় মালিকানাধীন দলে জায়গা পেয়েছেন পাকিস্তানের দুই সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। ২০২৫ মৌসুমের জন্য তারা ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলবেন নর্দার্ন সুপারচার্জার্স দলের হয়ে। এই দলের মালিক সান গ্রুপ, যারা আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদেরও মালিক।
দীর্ঘ সময় ধরে ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ক্রিকেটীয় ক্ষেত্রেও প্রতিবন্ধকতা ছিল প্রবল। বিশেষ করে আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ এক দশক ধরে নিষিদ্ধ। এমন প্রেক্ষাপটে দ্য হান্ড্রেডেও একই ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে—এই আশঙ্কা তৈরি হয়েছিল, কারণ আটটি দলের মধ্যে চারটির মালিক ভারতীয় এবং আরও দুজন ভারতীয়-আমেরিকান।
তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্পষ্ট করেছে, মালিকানা যেই হোক না কেন, পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না।
ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড গত ফেব্রুয়ারিতে বলেন, ‘আমরা জানি অন্য জায়গায় এমন নিষেধাজ্ঞা আছে। কিন্তু এখানে সেটা ঘটবে না।’
গত মার্চে অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে কোনো পাকিস্তানি ক্রিকেটার দলে না থাকায় ব্যাপক সমালোচনা হয়েছিল। ধারণা করা হচ্ছিল, হয়তো মালিকানার কারণে পাকিস্তানি খেলোয়াড়দের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু পরে জানা যায়, পাকিস্তানের ব্যস্ত আন্তর্জাতিক সূচি এবং কিছু শীর্ষ ক্রিকেটারের অনুপস্থিতিই ছিল মূল কারণ। যেমন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ শেষ মুহূর্তে অনুপলব্ধ হওয়ায় ড্রাফটে কেউ ছিলেন না।
সোমবার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে নর্দার্ন সুপারচার্জার্সে যুক্ত করা হয়। তারা দলে এসেছেন বেন ডওয়ারশুইস ও মিচেল স্যান্টনারের পরিবর্তে। ডওয়ারশুইস পুরো মৌসুমেই ব্যস্ত থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটে, আর স্যান্টনার প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না। সেই ঘাটতি পূরণেই নেওয়া হয়েছে এই দুই পাকিস্তানি ক্রিকেটারকে।
নর্দার্ন সুপারচার্জার্সের মালিকানা এখন ভারতের মিডিয়া সংস্থা সান গ্রুপের হাতে। প্রতিষ্ঠানটি আগামী ১ অক্টোবর থেকে দলটির পূর্ণ মালিকানা গ্রহণ করবে। ফলে পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নতুন করে আলোচনার জন্ম দিলেও, বাস্তবতা হলো—ক্রিকেটে কূটনৈতিক কড়াকড়ির চেয়ে মাঠের বাস্তবতা বড় হয়ে উঠেছে।