
লাওসের বিপক্ষে সাগরিকার জোড়া গোলে জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ার মিশন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে সাগরিকারা।
প্রথম গোলটি আসে ৩৬ মিনিটে। শান্তি মার্ডির কর্নার থেকে আসা বলে মাথা ছুঁয়ে বল জালে জড়ান সাগরিকা। গত মাসে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে ৮ গোল করে টুর্নামেন্ট সেরা হওয়া ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড দুর্দান্ত ফর্মে আছেন।
সাগরিকার গোলের পর ৪১ মিনিটে সিনহা জাহান শিখার শট পোস্টে না লাগলে আরও একটি গোল আসতে পারত। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে মুন্নির গোলে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। তবে ৮৬ মিনিটে লাওস ব্যবধান কমায়। কিন্তু ইনজুরি টাইমে আবারও গোল করেন সাগরিকা, ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
আবা/এসআর/২৫