ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পুমাসকে হারিয়ে লিগস কাপের কোয়ার্টারে মেসিবিহীন মায়ামি

পুমাসকে হারিয়ে লিগস কাপের কোয়ার্টারে মেসিবিহীন মায়ামি

ইন্টার মায়ামির লিগস কাপ যাত্রা থেমে যায়নি লিওনেল মেসির অনুপস্থিতিতেও। আর্জেন্টাইন অধিনায়ক ম্যাচের অষ্টম মিনিটে হ্যামস্ট্রিং চোট পেয়ে মাঠ ছাড়লেও, ডি পল, সুয়ারেজ ও আয়েন্দেদের নৈপুণ্যে শেষ আটে পা রাখল মায়ামি।

লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে মায়ামিকে মোকাবিলা করতে হয় মেক্সিকান জায়ান্ট পুমাসের সঙ্গে। ম্যাচে যদিও প্রথমে এগিয়ে গিয়েছিল পুমাস। ৩৪তম মিনিটে জর্জ রুভালকাবা দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল করে এগিয়ে দেন দলটিকে।

তবে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি মায়ামি। বিরতির ঠিক আগে ইয়ানিক ব্রাইটের পাস থেকে সুয়ারেজের কল্যাণে বল পেয়ে দারুণভাবে বক্সে নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন রদ্রিগো ডি পল। এটি ছিল অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে আসার পর এমএলএসে তার দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে এসিস্ট করা এই মিডফিল্ডার এবার গোল করেই দলকে এগিয়ে দিলেন।

দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে মায়ামি। ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি পায় দলটি। পুমাস ডিফেন্ডার সেগোভিয়াকে নিজেদের বক্সে ফাউল করার কারণে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বলের সামনে দাঁড়িয়ে অনেকটা পানেনকা ও চিপ শটের মিশেলে গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করেন লুইস সুয়ারেজ।

এরপর ৭০ মিনিটে দারুণ এক ডিফেন্সচেরা পাসে তাদেও আয়েন্দেকে খুঁজে নেন সুয়ারেজ। কাছ থেকে সহজেই বল জালে জড়ান আলেন্দে। বাকি সময়ে আরও সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ক্রেমাশ্চি ও আয়েন্দে।

ম্যাচের পুরো সময় গ্যালারিতে স্ত্রী-সন্তানদের সঙ্গে বসে খেলা উপভোগ করেন লিওনেল মেসি। তার চোখের সামনেই দল তুলে নেয় গুরুত্বপূর্ণ এক জয়।

৩-১ গোলের এই জয়ে ইন্টার মায়ামি নিশ্চিত করল লিগস কাপের কোয়ার্টার ফাইনাল। মেসিকে ছাড়াও যে তারা শক্ত প্রতিপক্ষ হতে পারে, সেটা প্রমাণ করলেন ডি পল-সুয়ারেজরা।

মেসিবিহীন মায়ামি,লিগস কাপের কোয়ার্টার,পুমাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত