
পরাজয় পিছু ছাড়ছে না ওয়েস্ট ইন্ডিজের। সর্বশেষ ১০ ম্যাচের ৯টিতেই হারের মুখ দেখেছিলো ক্যারিবীয়রা। পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ খোয়ানোর পর এবার ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু করল হোপ-লুইসরা।
শুক্রবার (৮ আগস্ট) রাতে তারুবার ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানকে ২৮১ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ, জবাবে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাবর-রিজওয়ানরা। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল পাকিস্তান।
এদিন জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানেই সাইম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান। ব্যক্তিগত ৫ রানেই বিদায় নেন এই ওপেনার।
এরপর আবদুল্লাহ শফিক এবং বাবর আজম মিলে জুটি গড়েন ৪৭ রানের। ৩৩ বলে ২৯ রান করে আউট হন আবদুল্লাহ শফিক। বাবর আজম করেন ৪৭ রান। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান করেন ৫৩ রান।
সালমান আগা ২৩ রান করে আউট হলেও ৬ষ্ঠ উইকেট জুটিতে অভিষিক্ত হাসান নওয়াজ ও হুসাইন তালাত মিলে গড়ে তোলেন ১০৪ রানের জুটি। ৫৪ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন হাসান নওয়াজ। হুসাইন তালাত করেন ৩৭ বলে ৪১ রান। এ জুটিই জয় নিয়ে মাঠ ছাড়ে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন শামার জোসেফ।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানেই ব্রেন্ডন কিংয়ের (৪) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর কিসি কার্টিকে নিয়ে জুটি গড়েন এভিন লুইস। ৭৭ রানের জুটি গড়েন তারা দু’জন। ৩৯ বলে ৩০ রান করে কার্টি আউট হলে এই জুটির ইতি ঘটে।
এরপর শাই হোপের সঙ্গে জুটি বাঁধেন এভিন লুইস। ৬২ বল খেলে ৬০ রান করে সাজঘরে ফেরেন এভিন লুইস। আর ৭৭ বলে ৫৫ রান করে আউট হন হোপ। শেরফানে রাদারফোর্ড ১০ রান করলেও রস্টোন চেজ ৫৪ বলে ৫৩ রান করেন। শেষদিকে গুদাকেশ মোতি ১৮ বলে ৩১ রান করে দিলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ২৮০ রান।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি। নাসিম শাহের ঝুলিতে যায় ৩টি। আর সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও সালমান আগা নেন ১টি করে উইকেট।