ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শক্তিশালী কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

শক্তিশালী কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে দুই দলই ১-১ সমতায় রয়েছে। এই ম্যাচ ড্র করতে পারলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা।

সেই লক্ষ্যে শুরুতেই কোরিয়ার জালে বল জড়ায় বাংলাদেশ। ম্যাচের বয়স যখন ১৫ মিনিট, তখনই কাউন্টার অ্যাটাক থেকে দারুণ গোলে লিড নেয় বাঘিনীরা। গোলটি আসে শ্রীমতী তৃষ্ণা রাণীর পা থেকে। লাওসের স্টেডিয়ামের গ্যালারীতে থাকা বাংলাদেশি প্রবাসীরা আনন্দে মেতে উঠেন।

অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তিন মিনিট পরই কোরিয়া খেলায় সমতা আনে। ১৯ মিনিটেই দক্ষিণ কোরিয়াকে ১-১ সমতায় ফেরান লি হায়েইন। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

আজকের ম্যাচে ড্র করতে পারলেই ৭ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। সেটি হলে সরাসরি মহাদেশীয় টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নেবে বাঘিনীরা। সেক্ষেত্রে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী কোরিয়ার পয়েন্টও হবে সমান ৭। তবে গোল ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকায় তারাই থাকবে শীর্ষে।

এছাড়া গ্রুপের রানার্স-আপ হলেও মূল পর্বে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের। সেক্ষেত্রে বাছাইপর্বে অংশ নেওয়া ৮টি গ্রুপের সবগুলো রানার্স-আপ দল নিয়ে আরেকটি কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতায় সেরা তিনটি দল যাবে এশিয়ান কাপের মূল পর্বে।

বাংলাদেশ,দক্ষিণ কোরিয়া,অনূর্ধ্ব-২০,নারী এশিয়ান কাপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত