ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রোনালদোর জোড়া গোলের ম্যাচে হেরে গেল আল নাসর

রোনালদোর জোড়া গোলের ম্যাচে হেরে গেল আল নাসর

নতুন মৌসুম শুরুর আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রস্তুতি ম্যাচে গোলের ধারাবাহিকতা বজায় রাখলেও দলকে জেতাতে পারলেন না এই পর্তুগিজ তারকা।

রবিবার স্পেনের আলমেরিয়া স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

প্রাক-মৌসুমের আগের ম্যাচে রিও আভের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। এবার আলমেরিয়ার বিপক্ষে জোড়া গোল করেও হার এড়াতে পারেননি।

আল নাসরের দুই গোলই আসে তার পা থেকে। তবে আলমেরিয়ার হয়ে জোড়া গোল করেন আদ্রি এমবারাবা, আরেকটি গোল করেন সার্জিও আরিবাস।

ম্যাচের ষষ্ঠ মিনিটে আলমেরিয়াকে এগিয়ে দেন আরিবাস। ১৭ মিনিটে সাদিও মানের পাস থেকে সমতা ফেরান রোনালদো। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে আল নাসরকে এগিয়ে দেন তিনি। কিন্তু বিরতিতে যাওয়ার আগে এমবারাবার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬১ মিনিটে একই খেলোয়াড়ের জয়সূচক গোল আল নাসরের পরাজয় নিশ্চিত করে।

এ হার দিয়েই প্রাক-মৌসুম শেষ করল আল নাসর। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে তারা।

আল নাসর,জোড়া গোল,রোনালদো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত