ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আবার ধাক্কা খেল বাংলাদেশ

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আবার ধাক্কা খেল বাংলাদেশ

ওয়ানডে ক্রিকেটে আবারও হতাশাজনক অবস্থায় পড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে জয় নিয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ দল নতুন হালনাগাদ আইসিসি র‍্যাঙ্কিংয়ে নেমে গেছে দশ নম্বরে।

শ্রীলঙ্কা সিরিজের পর বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেনি, যা সুযোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট বেড়ে ৭৮ হয়েছে, যা বাংলাদেশের ৭৭ পয়েন্টকে ছাড়িয়ে নবম স্থানে উঠে গেছে তারা। ফলে বাংলাদেশ ফিরে গেছে দশে। যদিও সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পরাজয় এই অবস্থানে পরিবর্তন আনবে না।

এদিকে পাকিস্তানও ধাক্কা খেল, তারা পাঁচ নম্বর থেকে নেমে গেছে ছয় নম্বরে। শ্রীলঙ্কা উঠে গেছে চারে। শীর্ষ তিনে পরিবর্তন হয়নি, শীর্ষে রয়েছে ভারত (১২৪ পয়েন্ট), দ্বিতীয় নিউজিল্যান্ড (১০৯ পয়েন্ট), তৃতীয় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড যথাক্রমে ছয়, সাত ও আট নম্বরে রয়েছে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে। সরাসরি যোগ্যতার জন্য সেরা আটের মধ্যে থাকা অত্যাবশ্যক। তাই বাংলাদেশের জন্য এই র‌্যাঙ্কিংয়ে অবনতি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। ধারাবাহিক ভাল পারফরম্যান্স ছাড়া অবস্থান ধরে রাখা কঠিন হবে।

বাংলাদেশ,আইসিসি,ওয়ানডে র‌্যাঙ্কিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত