
দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে অবিশ্বাস্য প্রত্যাবর্তন পিএসজির। ঘুরে দাঁড়ানোর দুরন্ত এক গল্প লিখে উয়েফা সুপার কাপ নিজেদের করে নিলো প্যারিস সেইন্ট জার্মেইন। ইতালির ব্লু এনার্জি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ গোলে ড্র। এরপর ১১ মিনিটের মধ্যে নাটকীয়ভাবে দুই গোল করে টটেমহ্যামকে স্তব্ধ করে দেয় ফরাসি ক্লাবটি।
ইতালির ব্লুএনার্জি স্টেডিয়ামে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। এরপর ১১ মিনিটের মধ্যে নাটকীয়ভাবে দুই গোল করে টটেমহ্যামকে স্তব্ধ করে দেয় ফরাসি ক্লাবটি। লি কাং-ইন ৮৫ মিনিটে পিএসজির হয়ে গোল করেন। আর বদলি খেলোয়াড় গনসালো রামোস ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে সমতাসূচক গোল দিয়ে ম্যাচ ২-২ সমতায় নিয়ে যান।
পেনাল্টি শুটআউটের শুরুতে টটেনহ্যাম সুবিধাজনক অবস্থানে চলে যায় ভিটিনহা পিএসজির প্রথম শট মিস করায়। কিন্তু এরপর টটেনহ্যামের ফন দে ফন ও ম্যাথিস টেলের ব্যর্থতা লুইস এনরিকের দলকে জয় এনে দেয়।
ম্যাচের প্রথম গোলটি আসে ৩৯ মিনিটে। পিএসজির জাল কাঁপিয়ে টটেহম্যামকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মিকি ফন দে ফন।
বিরতির পর ফিরেই ব্যবধান ২-০ করে টটেমহ্যাম। গোল করেন রোমেরা। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি।
ম্যাচের সময় তখন ৮৫ মিনিট। নির্ধারিত সময়ের খেলা শেষ হতে বাকি মাত্র ৫ মিনিট। এই ৫ মিনিটেই বদলে যায় ম্যাচের চিত্র। কাং ইন লি’র কল্যাণে এক গোল শোধ দেয় প্যারিসিয়ানরা। ম্যাচের অন্তিম মুহূর্ত। দ্বিতীয় ইউরোপিয়ান শিরোপার সঙ্গে টটেনহ্যামের ব্যবধান ছিল মাত্র কয়েক সেকেন্ডের। কিন্তু ৯৪ মিনিটে রামোস পিএসজিকে সমতায় ফিরিয়ে লিখেন দারুণ এক প্রত্যাবর্তনের গল্প। সেই গোলে ২-২ এ নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকার শুটআউটে শেষ পর্যন্ত জয় তুলে নেয় পিএসজিই।
আবা/এসআর/২৫