অনলাইন সংস্করণ
১৬:৫২, ২১ আগস্ট, ২০২৫
ব্যস্ত সূচির ফাঁকেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিয়ের খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
ফেসবুকে সহধর্মিনীর হাত ধরে থাকা একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন— ‘দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।’
বিয়ের খবরে ক্রিকেটপ্রেমী ও সতীর্থরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। আসন্ন এশিয়া কাপে মাঠে নামার আগে এ সুখবর তামিমকে দলে আরও অনুপ্রাণিত করবে বলে আশা করছেন সমর্থকরা।
ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলে জায়গা পাওয়া তামিম ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। বাঁহাতি এই ওপেনার এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তামিম, করেছেন ৫৪৮ রান, যার মধ্যে রয়েছে চারটি হাফসেঞ্চুরি। ওয়ানডেতে তার সর্বোচ্চ স্কোর ৮৪ রান। টি-টোয়েন্টিতে খেলেছেন ২৯ ম্যাচ, করেছেন ৬৫৫ রান, যেখানে রয়েছে পাঁচটি ফিফটি।
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে অন্যতম ভরসা হিসেবেই দেখা হবে নববিবাহিত এই ক্রিকেটারকে।