ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ছাত্র আন্দোলন সমর্থন, ‘দেশবিরোধী’ তকমা পেলেন জোকোভিচ

ছাত্র আন্দোলন সমর্থন, ‘দেশবিরোধী’ তকমা পেলেন জোকোভিচ

সার্বিয়ার কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ দেশটির চলমান ছাত্র আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানানোয় সরকারের চরম বিরাগভাজন হয়েছেন। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকিচবিরোধী এই আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়ানোয় সরকারপন্থি সংবাদমাধ্যম তাকে এখন ‘দেশবিরোধী’ বলে অভিযুক্ত করছে।

গত ডিসেম্বর থেকে সার্বিয়ার শিক্ষার্থীরা গণতান্ত্রিক সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আন্দোলনের শুরুর দিকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জোকোভিচ লিখেছিলেন— ‘যুব সমাজের উপর আমার ভরসা রয়েছে। উন্নত ভবিষ্যতের জন্য তাদের কথা শোনা জরুরি। দেশের সবচেয়ে বড় শক্তি হলো যুবসমাজ।’

এরপর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের ট্রফি উৎসর্গ করেছিলেন আন্দোলনে নিহত এক ছাত্রকে। এমনকি বেলগ্রেড বাস্কেটবল ডার্বিতে তিনি যে টি-শার্ট পরে গিয়েছিলেন, তাতে লেখা ছিল, ‘স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স।’

এমন অবস্থানই তাকে সরকারের টার্গেটে পরিণত করেছে। সার্বিয়ার প্রভাবশালী কয়েকটি সংবাদমাধ্যম ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। অভিযোগ করা হচ্ছে, তিনি নাকি দেশের জন্য কোনো অবদান রাখেননি, বরং ব্যক্তিগত স্বার্থে সার্বিয়ার নাম ব্যবহার করেছেন।

পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে জোকোভিচ এখন দেশ ছাড়ার কথাও ভাবছেন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, তিনি পরিবার নিয়ে গ্রিসে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিতে পারেন। এ নিয়েই সম্প্রতি গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ হয়েছে বলে খবর ছড়িয়েছে। যদিও এ সাক্ষাৎকে দুই পক্ষই সৌজন্যমূলক বলে ব্যাখ্যা করেছে।

বর্তমানে ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক এই টেনিস মহাতারকা নিজ দেশে নিরাপত্তাহীন বোধ করছেন বলে জানা গেছে। তবে তিনি নিজে এখনো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

জোকোভিচ,‘দেশবিরোধী’ তকমা,ছাত্র আন্দোলন সমর্থন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত