অনলাইন সংস্করণ
১২:৫৫, ০১ অক্টোবর, ২০২৫
নতুন মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তার হ্যাটট্রিকেই দুর্বল প্রতিপক্ষ কাইরাত আলমাতিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
তবে একইদিনে হারের হতাশায় ডুবে গেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। ভিক্টর ওসিমেনের একমাত্র গোলে গালাতাসারের কাছে হারতে হয়েছে তাদের।
রিয়াল মাদ্রিদকে খেলতে হয়েছে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরের আলমাতিতে। শক্তি-সামর্থ্যে দুই দলের লড়াই অনেকটাই অসম হওয়ায় ম্যাচটিও হয়েছে একপেশে। যদিও শুরুতে কিছুটা নড়বড়ে ছিল স্প্যানিশ জায়ান্টরা, স্বাগতিকরা একবার গোলের কাছেও গিয়েছিল। কিন্তু এরপর এমবাপের নৈপুণ্যেই ম্যাচের মোড় ঘুরে যায়।
প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি সুপারস্টার। দ্বিতীয়ার্ধে তিনি আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। বাকি দুটি গোল করেন কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ।
অন্যদিকে, লিভারপুলের জন্য দিনটি ছিল হতাশার। তুরস্কের রামস পার্কে গালাতাসারের বিপক্ষে ম্যাচের শুরুতে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা। উল্টো পেনাল্টি থেকে ওসিমেন গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর ম্যাচে সমতায় ফেরার চেষ্টা চালালেও গোল শোধ করতে ব্যর্থ হয় ইংলিশ জায়ান্টরা।
ইনজুরিতে গোলরক্ষক অ্যালিসন ও ফরোয়ার্ড হুগো একিতিকে হারিয়ে আরও বিপাকে পড়ে দলটি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।
এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পাওয়া লিভারপুল আছে ১৬ নম্বরে। প্রথম জয়ে আনন্দে ভাসছে গালাতাসারে, যারা সমান পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে উঠে এসেছে।