ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যেকারণে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

যেকারণে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেবেন না তামিম ইকবাল। একসময় বোর্ডে সরাসরি কাজ করার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেছেন সাবেক এই অধিনায়ক।

তামিমের সরে যাওয়ার জল্পনা শুরু হয় গতকাল থেকেই। আজ তিনি সাংবাদিকদের জানান, ‘আজকে আমরা আমাদের মনোনয়ন প্রত্যাহার করেছি। আমি সহ আমরা ১৪-১৫ জনের মতো আমরা মনোনয়ন প্রত্যাহার করেছি। প্রত্যাহারের কারণটা খুবই পরিষ্কার। আমি মনে করি না খুব বিশদভাবে ব্যাখ্যা করে আপনাদের কিছু বলার আছে।’

তিনি স্পষ্ট করেছেন, আসছে ৬ অক্টোবরের নির্বাচনকে তিনি নির্বাচন বলতে নারাজ। তিনি বলেন, ‘আমি শুরু থেকেই বলছি, নির্বাচন কোন দিকে যাচ্ছে, কীভাবে হচ্ছে, তা পরিষ্কার। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটি আসলে নির্বাচন নয়। ক্রিকেটের সঙ্গে এটি কোনো দিক থেকেই মানায় না।’

তামিম আরও জানান, ‘আপনারা যখন ইসি চূড়ান্ত তালিকা দেখবেন, তখন বুঝবেন যারা সরে গেছেন তাদের সবাই হেভিওয়েট। এটা আমাদের প্রতিবাদ, আমরা এই নোংরামির অংশ হতে পারি না। বাংলাদেশের ক্রিকেট এবং ভক্তরাও এটি ডিজার্ভ করেন না।’

তিনি উল্লেখ করেন, আরও অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। তবে নানা মহল থেকে চাপ সৃষ্টি করে তাদেরকে নির্বাচনে রাখা হয়েছে।

তামিম বলেন, ‘আমি বলে রাখি, এখানে আরও অনেকে প্রত্যাহার করতেন। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে চাপ দেওয়া হয়েছে। তবে ১৫ জনও যদি সরে যেত, সংখ্যাটা অনেক বড় হতো। ৫০% প্রার্থী সরে যাচ্ছেন। কোনো একদিন এ বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলব।’

শেষে তামিম বলেন, এই নির্বাচন বিসিবির ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে থেকে যাবে। তিনি বলেন, ‘এখন যারা বিসিবিতে আছেন, তারা যেভাবে নির্বাচন করছেন, সেভাবে জিততে পারেন। তবে এটি আসলে নির্বাচন নয়। যা হয়েছে তা স্পষ্ট, আমি বলতে চাই ক্রিকেট হেরে গেছে। যারা ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে বলছে, তাদের আগে নির্বাচন ফিক্সিং বন্ধ করতে হবে। এই নির্বাচন বিসিবির ইতিহাসে একটি কালো দাগ হয়ে থাকবে।’

তামিম,বিসিবি নির্বাচন,সরে দাঁড়ালেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত