ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ-আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ শুরু আজ

বাংলাদেশ-আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ শুরু আজ

এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আবারও নতুন উদ্যম নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। এছাড়াও পাকিস্তান ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করবে জ্যোতি-নাহিদারা।

বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী এবং আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে উভয় দল ওয়ানডে সিরিজ খেলতে ফের মুখোমুখি হবে।

তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর)। পরের দুটি হবে শুক্রবার (৩ অক্টোবর) ও রোববার (৫ অক্টোবর)। সিরিজের সবগুলো ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এবং ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

টি টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলতে আবুধাবিতে উড়াল দিবে টাইগাররা। সেখানে প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৮ অক্টোবর। এরপর যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

আবা/এসআর/২৫

বাংলাদেশ-আফগানিস্তান,সিরিজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত