
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল আফগানিস্তান। একটা সময় মনে হচ্ছিল বড় পুঁজি গড়বে রশিদ-নবিরা। কিন্তু মাঝের দিকে দুর্দান্ত কামব্যাক করেছিল টাইগার বোলাররা। তবে শেষদিকে নবির ৩৭ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ২৯৩ রানের বিশাল পুঁজি পায় আফগানিস্তান।
আজ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে চার পরিবর্তন এনে বোলিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দারুণ ভিত্তি দিয়ে ফিরে যান। ৪২ রানের ইনিংস খেলেন তিনি। বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম তাকে ফেরান। তিনে নামা সাদেকুল্লাহ আতাল ২৯ রান যোগ করে সাইফের বলে ফিরে যান। পরেই পার্ট টাইম স্পিনার সাইফ আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদীকে (২) আউট করেন।
তিনে নেমে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সেদিকুল্লাহ অটল। ২৯ রান করছেন তিনি। ১৭৩ রানে অটল আউট হওয়ার পর ধস নামে আফগানদের ইনিংসে। সাইফ হাসানের দুর্দান্ত স্পেলে দুইশর আগেই ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
তবে শেষদিকে আবারো ঝড় তোলেন নবি। একাই ইনিংসের মোড় ঘুরিয়ে দেন। শেষ দুই ওভারে তুলেন ৪৪ রান। নিজের ফিফটি করেন মাত্র ৩৫ বলে। তাতে বড় সংগ্রহ পায় তার দল।
আবা/এসআর/২৫