
আবারও টপ-অর্ডারের ব্যর্থতার মাশুল গুণতে হলো বাংলাদেশকে। লিটন-তামিম-সাইফদের ব্যর্থতায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ রানে হেরেছে স্বাগতিকরা। চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। আর এতে ১৬ রানের জয় নিয়ে সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ।
তানজিদ হাসান তামিম শুরু করেছিলেন ছক্কা দিয়ে। তবে স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই এই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। ৫ বলে ১৫ রান করে সিলস-এর বলে শেফার্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই তিনি।
লিটন দাস-সাইফ হাসানও সুবিধা করতে পারেননি। ৮ বলে ৫ করে আকিল হোসেনকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। সাইফও করেন ৭ বলে ৮। আকিলেরই বলে সু্ইপ করে ফাইন লেগে ধরা পড়েন তিনি।
এরপর শামীম হোসেন পাটোয়ারী (১) বোল্ড হন জেসন হোল্ডারের বলে। পাওয়ার প্লেতেই ৪১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
উইকেট পতনের সেই মিছিল থামেনি। ক্যারিবীয় স্পিনার খারি পিয়েরেকে স্টাম্প ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন নুরুল হাসান সোহান (১০ বলে ৫)। তাওহিদ হৃদয় করেন ২৫ বলে ২৮। ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
দলের হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন তাওহীদ হৃদয়। ২৫ বলে ২৮ রান করে ফেরেন সিলস-এর বলে আকিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে। ৭৭ রানেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে নাসুমকে সাথে নিয়ে লড়াই করেন তানজিম হাসান সাকিব। দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ২৩ বলে ৪০ রান।
২৭ বলে ৩৩ রান করে হোল্ডারের বলে রস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। পরের ওভারেই ফেরেন নাসুমও। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২০ রান। রিশাদ ফেরেন ৩ বলে ৬ রান করে। শেষ উইকেট জুটিতে ১৩ বলে ২০ রান যোগ করেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আবা/এসআর/২৫