
হংকংয়ের বিপক্ষে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। কারণ, এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথম চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ফলে চূড়ান্ত পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে দল। গ্রুপে বাংলাদেশের পঞ্চম ম্যাচ আগামী ১৮ নভেম্বর। তার আগে একই ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর নেপালের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে হামজা-জামালরা। এই দুটি ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
হংকংয়ের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন ফাহামিদুল ইসলাম। বাংলাদেশ দলের অভিষেকের আগেই নানা কাণ্ডে বাদ পরা ইস্যুতে আলোচনায় আসেন প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। তবে সমর্থকদের রোষানলে পরে জাতীয় দলে নেওয়া হয় তাকে। সবশেষ তিনটি ম্যাচেই খেলেছেন তিনি। কিন্তু এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাদ পড়েছেন এই তরুণ। তার বাদ পড়ার কারণ দুই হলুদ কার্ড। তবে হংকংয়ের বিপক্ষে চূড়ান্ত দল থেকে বাদ পড়া কাজেম শাহ ফিরেছেন প্রাথমিক দলে। ফাহামিদুলের বাদ পরা ছাড়া মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠুর জায়গায় নেওয়া হয়েছে আবাহনীর ডিফেন্ডার শাকিল হোসেনকে।
প্রস্তুতি শুরুর ছয় দিন পর খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বাফুফে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রথমে জানানো হয়, ক্যাম্পে ডাক পেয়েছেন ২৬ জন। কিন্তু তালিকায় ছিল ২৭ জনের নাম। পরে সংশোধন করে সংখ্যাটিও ২৭ করা হয়। ৩১ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের প্রথম দিনে ডাকা হয়েছিল ১৪ জন ফুটবলারকে। পরে আবাহনীর গোলরক্ষক পাপ্পু হোসেনকে ডাকা হলে সংখ্যা দাঁড়ায় ১৫। এরপর জানানো হয়, বসুন্ধরা কিংসের ১০ জন খেলোয়াড় যোগ দেবেন ক্যাম্পে। তাদের যোগ দেওয়ার কথা ছিল ৪ নভেম্বর। তবে সর্বশেষ খবর, কিংসের খেলোয়াড়েরা যোগ দেবেন ৭ নভেম্বর।
২৭ সদস্যের প্রাথমিক দল : গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন এবং মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন এবং সাদ উদ্দিন। মিডফিল্ডার: সৈয়দ শাহ কাজেম কিরমানী, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী এবং শমিত সোম। ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম এবং রাকিব হোসেন ।