
ইনিংস হার থেকে রক্ষা পেতে চতুর্থ দিন লড়াই চালিয়েও ব্যর্থ আয়ারল্যান্ড। প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
শুক্রবার (১৪ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনে ইনিংসের শেষ তিন উইকেট তুলে নেন তাইজুল ইসলাম, হাসান মুরাদ ও নাহিদ রানা। সফরকারীদের দ্বিতীয় ইনিংস থামে ২৫৪ রানে।
এদিন লাঞ্চের পর খেলা মাঠে ফিরলে নাহিদ রানাকে বোলিংয়ে আনেন টাইগার অধিনায়ক। এসেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ানো ম্যাকব্রাইনের উইকেট নিয়ে আস্থার প্রতিদান দেন এই গতিতারকা। ৫২ রান করে ম্যাকব্রাইন সাজঘরে ফিরলে ১৯৮ রানে অষ্টম উইকেট হারায় সফরকারীরা। এরপর বাকি দুই উইকেট শিকার করেন হাসান মুরাদ ও তাইজুল ইসলাম।
বাংলাদেশের পক্ষে এই ইনিংসে সর্বোচ্চ ৪ শিকার করেছেন হাসান মুরাদ। তাইজুল ইসলামের ঝুলিতে গেছে ৩টি এছাড়া দুটি পেয়েছেন নাহিদ রানা।
এর আগে, সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে স্বাগতিকদের লিড দাঁড়ায় ৩০১ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আয়ারল্যান্ড। ৫ উইকেট হারিয়ে ৮৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে আইরিশরা। ব্যাটিং ব্যর্থতায় চতুর্থ দিনে তারা যোগ করতে পারেন ১৬৮ রান, ইনিংস থামে ২৫৪ রানে।
বোলারদের ধারাবাহিক সাফল্যে সহজেই ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। সিরিজেও এগিয়ে যায় ১-০ ব্যবধানে।