ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রোটিয়াদের স্পিন ঘূর্ণিতে ঘরের মাঠে হেরে গেল ভারত

প্রোটিয়াদের স্পিন ঘূর্ণিতে ঘরের মাঠে হেরে গেল ভারত

চিরচেনা ইডেন গার্ডেন্সের ঘূর্ণিপূর্ণ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরেছে ভারত। মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে না পেরে তৃতীয় দিনেই লড়াই শেষ করে ফেলেছে স্বাগতিকরা। পুরো দিনে মোট ১২ উইকেটের পতন ঘটে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে পরাজিত হয় ভারত, ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মারের স্পিন বিষে মাত্র ৩৫ ওভারে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস।

এর আগে প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে অলআউট হয়। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা হয় ভয়ানক খারাপ। ইনিংসের চতুর্থ বলেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। দলীয় ১ রানে আউট হন লোকেশ রাহুলও। দুজনকেই শিকার করেন মার্কো জানসেন।

জানসেনের ধাক্কা সামলানোর আগেই ভারতের ব্যাটিংকে চূর্ণবিচূর্ণ করেন সাইমন হার্মার। তিনি ফেরান ধ্রুব জুড়েলকে ১৩ রানে, রিশভ পান্তকে ২ রানে, রবীন্দ্র জাদেজাকে ১৮ রানে এবং কুলদীপ যাদবকে ১ রানে। এর মাঝে ওয়াশিংটন সুন্দরের ৩১ রানের ইনিংস থামিয়ে দেন এইডেন মার্করাম। তিনিই ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক।

অক্ষর প্যাটেল ২৬ রান করেন। তাকে এবং মোহাম্মদ সিরাজকে শূন্য রানে পরপর দুই বলে আউট করে দলের জয় নিশ্চিত করেন কেশব মহারাজ। ঘাড়ের চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি ভারতীয় অধিনায়ক শুভমান গিল। তার অনুপস্থিতি ভারতকে বড় মূল্য দিতে হয়।

এই ইনিংসে সাইমন হার্মার সর্বোচ্চ ৪ উইকেট নেন। মার্কো জানসেন এবং কেশব মহারাজ নেন ২টি করে উইকেট। একটি উইকেট শিকার করেন এইডেন মার্করাম।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২২ নভেম্বর, গুয়াহাটিতে।

হেরে গেল ভারত,ঘরের মাঠে,প্রোটিয়াদের স্পিন ঘূর্ণি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত