অনলাইন সংস্করণ
১০:৫৫, ১৯ নভেম্বর, ২০২৫
মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। একই দিনে রাতে রাইজিং স্টারস এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ ‘এ’ দল। ঢাকার আরেক ভেন্যুতে চলবে নারী কাবাডি বিশ্বকাপের তৃতীয় দিনের আসর। ক্রিকেট, টি-টেন লিগ ও কাবাডি মিলিয়ে দিনের খেলাধুলায় থাকবে ব্যস্ততা।
২য় ওয়ানডে নিউজিল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি সকাল ৭টা থেকে সনি স্পোর্টস ১–এ সরাসরি সম্প্রচার করা হবে।
মিরপুরে বাংলাদেশ–আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। জাতীয় ক্রিকেট লিগে সিলেট–খুলনা ম্যাচ একই সময় থেকে সম্প্রচার হবে বিসিবির ইউটিউব চ্যানেলে লাইভ।
রাইজিং স্টারস এশিয়া কাপে আফগানিস্তান ‘এ’ বনাম হংকং ম্যাচটি বেলা ৩টা ৩০ মিনিট থেকে দেখা যাবে টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১–এ। রাতে বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’ ম্যাচটি সম্প্রচার হবে রাত ৮টা ৩০ মিনিট থেকে একই দুটি চ্যানেলে।
আবুধাবি টি–টেন লিগে স্ট্যালিয়নস–ওয়ারিয়র্স ম্যাচ বিকেল ৫টা ৩০ মিনিট, চ্যাম্পস–রাইডার্স ম্যাচ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট এবং টাইটানস–ক্যাভালরি ম্যাচ রাত ১০টা থেকে দেখা যাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১–এ।
নারী কাবাডি বিশ্বকাপের তৃতীয় দিনের খেলা সম্প্রচার করা হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে টি স্পোর্টসে।