অনলাইন সংস্করণ
২২:১৯, ২৭ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগ–বিপিএলের ১২তম আসরের সূচিতে আবারও পরিবর্তন এসেছে। শুরুতে ঘোষণা দেওয়া হয়েছিল ১৯ ডিসেম্বর উদ্বোধন হবে এ আসরের। পরে নতুন সূচি অনুযায়ী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের খেলা এবং টুর্নামেন্ট শেষ হবে ২৩ জানুয়ারি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম পর্ব, এরপর চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হবে। সর্বশেষ পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়।
এবার মোট ৬টি দল অংশ নিচ্ছে বিপিএলে। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আগামী ৩০ নভেম্বর বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। নিলামে অংশ নিতে ৫০০’র বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন, সেখান থেকে ২৫০ জনকে বাছাই করেছে বিসিবি।
বিপিএল মাঠে গড়ানোর আগে ২৪ ডিসেম্বর ঢাকায় আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
এবারের বিপিএলের দলগুলো হলো রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
দলগুলোর মালিকানা কাঠামোয় কিছু পরিবর্তন এসেছে। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের।
চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। নাবিল গ্রুপ রাজশাহী দলকে, ক্রিকেট উইথ সামি পরিচালনা করবে সিলেটকে এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) মালিকানা পেয়েছে ঢাকা ক্যাপিটালসের। দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নতুন দল হিসেবে যুক্ত হয়েছে এবারের বিপিএলে।