
চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। আজ সিরিজ বাঁচানোর দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে টাইগারদের সামনে ১৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় আইরিশরা। জবাবে ২ বল হাতে থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পায় সফরকারীরা। ৫৭ রানের ওপেনিং জুটি পায় তারা। ১১তম ওভারে একশ’ রান তুলে ফেলা দলটিকে মিডল ওভার ও স্লগে লাগাম টেনে ধরে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে পারে তারা।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলও ভালো শুরুর আভাস দেয়। তৃতীয় ওভারে ২৬ রানের জুটি দিয়ে রান আউটে তানজিদ তামিম ফিরে যান। ১০ বলে ৭ রান যোগ করেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে পারভেজ ইমন ও লিটন দাস ম্যাচের গতি নির্ধারণ করে দেন। তারা ৬০ রান যোগ করেন। ইমন ২৮ বলে ৪৩ রান করে আউট হন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে।
তিনে নামা লিটন দাস দলের পক্ষে সর্বাধিক ৫৭ রানের ইনিংস খেলেন। তিনি তিনটি করে চার ও ছক্কা মারেন। সাইফ হাসানের সঙ্গে তার ৫২ রানের কার্যকরী জুটি হলেও সাইফ ১৭ বলে ২২ রানের বেশি করতে পারেননি। লিটন আউটের পর চাপে পড়ে যায় বাংলাদেশ। তাওহীদ হৃদয় (৯ বলে ৬ রান) ও নুরুল হাসান (৭ বলে ৫ রান) ব্যর্থ হন। শেষটায় সাইফউদ্দিন ৭ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
আবা/এসআর/২৫