
সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রাফিনহার জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। ম্যাচের ৭৩ মিনিটে রাফিনহা জয়সূচক গোলটি করেন।
প্রথমার্ধের ইনজুরি টাইমে নাটকীয়ভাবে তিনটি গোল হয়। এর মধ্যে রিয়াল মাদ্রিদ দুটি এবং বার্সেলোনা একটি গোল করে।
বার্সেলোনার হয়ে রাফিনহা ছাড়াও রবার্ট লেভানডোভস্কি গোল করেন। রিয়াল মাদ্রিদের হয়ে গোল দুটি করেন ভিনিসিয়ুস জুনিয়র এবং গনজালো গার্সিয়া।
হাঁটুর চোটের কারণে সেমিফাইনাল মিস করা কিলিয়ান এমবাপে ৭৬ মিনিটে মাঠে নামেন, তবে তিনি সমতা ফেরাতে পারেননি।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
২০২৫ সালের স্প্যানিশ সুপার কাপ ফাইনালেও বার্সেলোনা রিয়ালকে পরাজিত করেছিল। ২০১১ সালের পর প্রথম দল হিসেবে সুপার কাপ ধরে রাখল কাতালান জায়ান্টরা।
আবা/এসআর/২৫