ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতাদের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতাদের শোক

বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছেন অস্ট্রেলিয়ার ফেডারেল সিনেটর ডেব সার্মা, নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির বিরোধী দলীয় নেতা ডেমেইয়েন টিউডহোপ এমপি, ছায়া মাল্টিকালচারাল মন্ত্রী মার্ক কুরী এমপি এবং হোলস্ ওয়ার্দির এমপি টিনা আইয়ার্ড।

নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী এবং আপসহীন ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ সময় জনসেবা এবং দেশের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।

শোকবার্তায় তারা খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকবিহ্বল বিএনপি নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।

বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ জানান, অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি এবং পার্টির নেতৃবৃন্দ গত ১৭ বছরে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকারের রক্ষার আন্দোলনে আমাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতে একটি সুষ্ঠু নির্বাচনে অস্ট্রেলিয়ার সকল রকম সহযোগিতার ব্যাপারে সহযোগিতা করার কথা জানান।

শোক,বিরোধী দলীয় নেতা,অস্ট্রেলিয়া,বেগম খালেদা জিয়ার মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত