ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

১২ ডিগ্রিতে নামলো ঢাকার তাপমাত্রা

১২ ডিগ্রিতে নামলো ঢাকার তাপমাত্রা

ঘন কুয়াশায় রাজধানী ঢাকায় শীতের ভোগান্তি চরমে পৌঁছেছে। রবিবার (৪ জানুয়ারি) রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা। ১ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিন ভোর থেকে কুয়াশা ও কনকনে হিমেল বাতাসে নগরজীবনে চলাচল কষ্টকর হয়ে পড়ছে। নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে ফুটপাতে বসবাসকারী ও দিনমজুররা সবচেয়ে বেশি কষ্টে আছেন। অনেকেই সকালে কয়েকদিনের শীতের মত ভেবেই গরম পোশাক না পরে বের হয়েছেন কাজে। এরপর দুপুরের পরে হঠাৎ করেই তাপমাত্রা নেমে যাওয়ায় বিপদে পড়ে তারা। শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ নানা ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রোববার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝারী থেকে ঘন কুয়াশা থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবা/এসআর/২৫

ঢাকার তাপমাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত