
রাজধানীর কদমতলী এলাকায় মো. সাহাবুদ্দিন নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পূর্ব মুরাদপুর আদর্শ রোডে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, শাহাবুদ্দিন কদমতলীর জুরাইন এলাকায় ভাঙারি ব্যবসা করতেন। রাতে জানতে পারেন কদমতলির কুদরবাজার এলাকায় কারা যেন চাপাতি দিয়ে তার ভাইকে কুপিয়েছে।
মহিউদ্দিন বলেন, ‘সেখানে গিয়ে শাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’
কে বা কারা শাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানতে পারেননি তার বড় ভাই।
আবা/এসআর/২৫