অনলাইন সংস্করণ
১৪:২৯, ২৩ জানুয়ারি, ২০২৬
ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ জানিয়েছে তিতাস গ্যাস। এলএনজি সরবরাহ হ্রাসের কারণে আগামী শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ তিতাস অধিভুক্ত সকল এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
তিতাস গ্যাসের এক বার্তায় বলা হয়েছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণজনিত কারণে সরবরাহে হ্রাস এসেছে। এ কারণে সব শ্রেণির গ্রাহক প্রান্তে সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের সম্ভাব্য অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।