ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে ৯২ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

তারা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের মইজুল ইসলামের ছেলে এনামুল হক (২৫) ও একই গ্রামের মৃত শাহাদত হোসেনে ছেলে সাইফুদ্দিন সাইফ (২৪)।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১২’র অধিনায়ক মোঃ আতিকুর রহমান মিয়া পিপিএম’র দিকনির্দেশনায় রোববার গভীর রাতে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মাদক ব্যবসায়ী,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত