ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

'নূর' নিয়ে আলোচনা, চুমুর দৃশ্যে মুখ খুললেন ঐশী

'নূর' নিয়ে আলোচনা, চুমুর দৃশ্যে মুখ খুললেন ঐশী

আসন্ন ওটিটি মুক্তিকে ঘিরে আলোচনায় এসেছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘নূর’। রায়হান রাফী পরিচালিত প্রেমকাহিনিভিত্তিক এই সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি মুক্তি পাচ্ছে সোশ্যাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে।

শুভ–ঐশী জুটি এর আগে আরও দুটি ছবিতে অভিনয় করলেও, ‘নূর’ মুক্তির আগেই বেশ আলোচনার জন্ম দিয়েছে। গত ২৯ নভেম্বর প্রকাশিত মাত্র ৪২ সেকেন্ডের টিজারে দেখা যায় প্রেম আর বিরহের আবহ। তবে আরও বেশি ভাইরাল হয় টিজারের একটি চুমুর দৃশ্য, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি করে।

দর্শকদের একাংশ দাবি করেন, মুক্তির আগেই প্রচারণার উদ্দেশ্যে বিতর্কিত দৃশ্যটি ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে শুরু হয় শুভ–ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন।

শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। দেশের একটি ইংরেজি দৈনিককে তিনি বলেন,“‘নূর’-এ অভিনয় করেছি, সেখানে একটি চুমুর দৃশ্য আছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি, এর বাইরে কিছু নয়। বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।”

তিনি আরও বলেন,“চুমুর দৃশ্য না থাকলে বদলে অন্য কিছুই থাকতে পারত—যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যে দৃশ্য প্রয়োজন, সেটিই করতে হয়।”

এদিকে ঐশী বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। বেশিরভাগ দৃশ্যের কাজ শেষ হয়েছে। আর ‘নূর’ মুক্তি পাবে আগামী ১০ ডিসেম্বর।

ঐশী,দৃশ্য,'নূর'
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত