ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদের কমিটি গঠনে মতবিনিময় সভা

সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদের কমিটি গঠনে মতবিনিময় সভা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শাখার গণঅধিকার পরিষদের কমিটি গঠন ও সংগঠনের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কেআর পাইলট মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার মোমিন ফয়সাল এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব ইউসুফ আলী।

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ ২০২১ সালের ২৬ অক্টোবর আত্মপ্রকাশের পর থেকে সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। তাঁরা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।

এসময় সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগরসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা,গণঅধিকার পরিষদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত