সিরাজগঞ্জে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ (জিওপি) শহরের বাজারের স্টেশন এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করে।
এ মিছিল কোর্ট চত্বরে গিয়ে সমবেত হয় এবং মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে গণ, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ। এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা গণহত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোমিন ফয়সাল, সদস্য সচিব ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক রাহিম রুবেল, যুগ্ম সদস্য সচিব গোলাম মোস্তফা, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাইম সিরাজী, যুব অধিকার পরিষদের দুর্যোগ ও জলবায়ু সম্পাদক মামুন সেখ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক তারিকুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।