মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ'কে ফুলেল ভালোবাসায় সিক্ত করেছেন জেলা বিএনপি, পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলা শহরের সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির পার্টি অফিসে এ শুভেচ্ছা জানানো হয়।
এর আগে মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে পার্টি অফিসে আসেন। এ সময় নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মহিউদ্দিন ভাই জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত করে তুলেন শহরের প্রধান সড়কগুলো।
সংবর্ধনা অনুষ্ঠানটি শহর বিএনপি আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানু-র সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল-আলম স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. গোলজার হোসেন, শহর বিএনপি যুগ্ম-আহবায়ক মো. শহীদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, যুগ্ম-আহবায়ক মো. শাহাদাত হোসেন, যুগ্ম-আহবায়ক ও সাবেক ভিপি মো. শাহীন মিয়া, পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম মৃধা, ৫ নং ওয়ার্ড সভাপতি বাদশা সিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক, সাধারণ সম্পাদক রায়হান কবির, সাবেক ভিপি শাহরিয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম, শহর ছাত্রদলের আহ্বায়ক মো. রোমান হোসেন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানটিতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ৫ বারের এমপি আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের আশু রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।
প্রসঙ্গত - সম্প্রতি ৭ সদস্যের মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. মহিউদ্দিন আহমেদ জেলার সদস্য সচিব নির্বাচিত হন। তিনি এর আগেও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের ছোট ভাই।