পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংখ্যার চেয়ে গুণগত মানের শিক্ষায় গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, “পাহাড়ি অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য শিক্ষার বিস্তারই যথেষ্ট নয়, বরং মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।”
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আবাসিক কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা নানা সমস্যায় জর্জরিত। শিক্ষার্থীদের জন্য নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে এখানকার শিক্ষার্থীরা আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, "দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে পার্বত্য অঞ্চলের শিক্ষাখাত এখনও পিছিয়ে। এসব সমস্যা সমাধানে আবাসিক কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আতিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সদর জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে শহরের হ্যাচারি এলাকায় পুরাতন চিড়িয়াখানার স্থানে এ আবাসিক কলেজ নির্মাণ করা হচ্ছে। এটি পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।