ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বিদেশি পিস্তলসহ ঠাকুরগাঁওয়ে ব্যাংকের কর্মকর্তা আটক

বিদেশি পিস্তলসহ ঠাকুরগাঁওয়ে ব্যাংকের কর্মকর্তা আটক

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

আজ সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

আটক যুবক ঠাকুরগাঁও পৌরশহরের গোবিন্দনগর মহল্লার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত আছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলা পুলিশের বিশেষ অভিযানে গেল রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়।

তিনি বলেন, আটক সোহেলের বাড়িতে বিশেষ অভিযানে তার বাড়ি তল্লাশির সময়ে তার শয়নকক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

এছাড়াও পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় কারাদ- প্রাপ্ত আসামি গোলাম কিবরিয়াসহ বিভিন্ন মামলায় আরো ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

আটক,ব্যাংক,কর্মকর্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত