দীর্ঘ ১১ বছর পর নানা জটিলতা কাটিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক মনোনীত সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেবেন গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কাসেম চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, সমাবর্তনের মূল আয়োজন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবর্তনের পর্দা নামবে।