ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইটভাটার মালিক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জে ইটভাটার মালিক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইটভাটায় অভিযানে জরিমানা ও ভাটা গুঁড়িয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ ও ইট নির্মাণ শ্রমিকেরা। এ সমাবেশে বক্তব্য রাখেন, ইটভাটা মালিক সমিতির নেতা রফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, আবু হানিফ খান প্রমুখ।

বক্তারা বলেন, ইটভাটায় কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতিবছর রাজস্ব দেয়া হয়।

এছাড়া প্রতিটি ইটভাটা পরিচালনার জন্য ব্যাংকঋণ রয়েছে এবং শ্রমিকদের অগ্রিম টাকা দেয়া হয়েছে। এ অবস্থায় বড় অঙ্কের জরিমানা ও গুঁড়িয়ে দেয়ার কারণে ইটভাটাগুলো বন্ধ হলে আর্থিক সংকটে পড়বে ভাটার মালিক ও শ্রমিকেরা। এতে শ্রমিকদের জীবিকা নির্বাহ ব্যাহত হবে। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

এদিকে ওই উপজেলার বিভিন্ন স্থানে ৫৯ টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ২২ টি ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে এবং বাকি ইট ভাটার ছাড়পত্র না থাকায় গত ১৭ ফেব্রুয়ারি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ অভিযানে রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধ মোট ১১ টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ টি ইটভাটা সম্পূর্ণ ভেঙ্গে দেয়া হয় এবং অপর ১টি ইটভাটা বন্ধ ঘোষণা দিয়ে উপজেলার ৭ টি ইটভাটায় প্রায় ৪০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বিক্ষোভ,সমাবেশ,ইট ভাটা,মালিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত