সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা। মঙ্গলবার (৪ মার্চ) পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লা ও সদর উপজেলার বনবাড়িয়া গ্রামে শহীদ আব্দুল আলিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুনতাসির মেহেদী বলেন, "সিরাজগঞ্জ জেলায় ১৫টি শহীদ পরিবার রয়েছে। রমজান উপলক্ষে আমরা প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে কিছু উপহার ও সহমর্মিতা নিয়ে তাদের সঙ্গে দেখা করেছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।"
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, সালমান জর্দার, আরিয়ান অনিক, শেখ তাজ, অর্ণব, সাহেব মাহমুদ হৃদয়, তামিম শেখ, আহমেদ জাহিদ, ফয়সাল বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা।