ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা অধ্যাপক ডা. আব্দুল আজিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৫ মার্চ) সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালতের বিচারক ওবায়দুল হক রুমি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. হুমায়ুন কবির।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অধ্যাপক ডা. আব্দুল আজিজসহ স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ঢাকার কলাবাগান এলাকা থেকে র‍্যাব-২ এর একটি দল অধ্যাপক আব্দুল আজিজকে গ্রেফতার করে।

এমপি,আজিজ,রিমান্ড,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত