ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে 'ডেভিলহান্ট' অভিযানে এক মাসে গ্রেফতার ৫২

সিরাজগঞ্জে 'ডেভিলহান্ট' অভিযানে এক মাসে গ্রেফতার ৫২

সিরাজগঞ্জে ‘অপারেশন ডেভিলহান্ট’ অভিযানে এক মাসে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্ত্রাস দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ডিএসবি’র ডিআইও-২ মোঃ আহসানুজ্জামান। গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ অভিযানে সিরাজগঞ্জের ১২ থানার মধ্যে ১০ থানায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন— সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা। এদের মধ্যে উল্লাপাড়া ১৮ জন, রায়গঞ্জ ৬জন, শাহজাদপুর ৬ জন, তাড়াশ ৫ জন, কাজিপুর ৩জন, কামারখন্দে ৩ জন, বেলকুচির ৩ জন, সলঙ্গায় ২ জন, এনায়েতপুরে ২ জন ও সিরাজগঞ্জ সদর থানার ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

দেশব্যাপী এই বিশেষ অভিযান চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজগঞ্জেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিআইও-২ মোঃ আহসানুজ্জামান।

গ্রেফতার,ডেভিলহান্ট,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত