সিরাজগঞ্জে ‘অপারেশন ডেভিলহান্ট’ অভিযানে এক মাসে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্ত্রাস দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ডিএসবি’র ডিআইও-২ মোঃ আহসানুজ্জামান। গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ অভিযানে সিরাজগঞ্জের ১২ থানার মধ্যে ১০ থানায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন— সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা। এদের মধ্যে উল্লাপাড়া ১৮ জন, রায়গঞ্জ ৬জন, শাহজাদপুর ৬ জন, তাড়াশ ৫ জন, কাজিপুর ৩জন, কামারখন্দে ৩ জন, বেলকুচির ৩ জন, সলঙ্গায় ২ জন, এনায়েতপুরে ২ জন ও সিরাজগঞ্জ সদর থানার ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশব্যাপী এই বিশেষ অভিযান চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজগঞ্জেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিআইও-২ মোঃ আহসানুজ্জামান।